শনিবার, ২ মার্চ, ২০১৩

মসজিদে নববী:



মসজিদে নববী:


পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মসজিদ হচ্ছে মসজিদে নববী। মসজিদে নববী র শাব্দিক অর্থ হলো নবীর মসজিদ, মদীনায় হিজরতের পর নবী হযরত মুহাম্মদ (সা:) কর্তৃক নির্মিত মদিনা মসজিদ কে বোঝানো হয়ে থাকে। হিজরতের পর মুসলমানদের নামাজের জন্য নবী মুহাম্মদ (সা:) "মদীনা মসজিদ" অর্থাৎ "মসজিদে নববী" নির্মাণ করেন। মসজিদটি নির্মান করতে ৭ মাস সময় লেগেছিল। ৬২২ খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের পর থেকে শুরু হয়ে ৬২৩ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় পর্যন্ত মদিনা মসজিদের নির্মান কাল নির্ধারন করা হয়। এই মসজিদের অভ্যন্তরে নবী মুহাম্মদ (সা:)-এর রওজা সমাধিস্থল অবস্থিত। মহানবীর (সা:) র রওজার দু’পাশে রয়েছে হযরত আবুবকর (রা:) ও হযরত ওসমান (রা:)-এর কবর। বিশেষ করে হজ্জ সম্পাদনের আগে বা পরে হাজ্জ্বীরা মসজিদে নববীতে এক নাগাড়ে কমপক্ষে ৮ দিন অবস্থান করে নাগাড়ে ৪০ রাক্বাত নামাজ আদায় করেন। মসজিদটির আয়তন ৪০০৫০০ স্কয়ার মিটার এবং ধারন ক্ষমতা ৬,৫০,০০০ জন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন