জম
জম কুপের পানি আল্লাহর রহমতস্বরুপ। শিশু হজরত ইসমাইল ও তার মা'কে যখন
আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আঃ ) নির্জন মরুভুমিতে পরিত্যাগ করেন। তখন
তার পায়ের আঘাতে জমজম কুপের উৎপত্তি হয়।মা হাজেরা কুপের চারপাশে চারটি
পাথর দিয়ে সিমানা দিয়ে দেন তা না হলে সারা পৃথিবীতে জমজম কুপ ছড়িয়ে
পড়ত।
জমজম কুপের পানি অনেক রোগ নিরাময় করে। যারা হজ্জ করতে যানা তারা বোতলে ভরে জম জম কুপের পানি নিয়ে আসেন। এত মানুষ খায় তবু পানির ফোটা পরিমান ও শেষ হয় না।এভাবে আল্লাহ তার বান্দার জন্য ঐশীবানী নিদর্শন রেখেছেন।
নীচে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জম জম কুপ ! ফিনকি দিয়ে বেরিয়ে আসছে জম জম কুপের পানি। সুবাহানআল্লাহ্ ।।
→আমাদের উৎসাহ দিতে আপনার করণীয় ←
এই তথ্য সম্পর্কে কমেন্টে আপনার মতা মত দিয়ে ।
জমজম কুপের পানি অনেক রোগ নিরাময় করে। যারা হজ্জ করতে যানা তারা বোতলে ভরে জম জম কুপের পানি নিয়ে আসেন। এত মানুষ খায় তবু পানির ফোটা পরিমান ও শেষ হয় না।এভাবে আল্লাহ তার বান্দার জন্য ঐশীবানী নিদর্শন রেখেছেন।
নীচে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জম জম কুপ ! ফিনকি দিয়ে বেরিয়ে আসছে জম জম কুপের পানি। সুবাহানআল্লাহ্ ।।
→আমাদের উৎসাহ দিতে আপনার করণীয় ←
এই তথ্য সম্পর্কে কমেন্টে আপনার মতা মত দিয়ে ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন